বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

Filled Under: , ,

দর্শনার্থীর হাত ছিড়ে নিয়েছে বাঘ



গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এক দর্শনার্থীর হাত ছিড়ে নিয়েছে বাঘ। আহত দর্শনার্থীর নাম অংকন (২৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটে।
 বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্জ ও ফরেষ্টার কৃষ্ণ কমল মজুমদার জানান, মঙ্গলবার অংকন নামে এক যুবক সাফারি পার্কে বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে সে পার্কের টাইগার এরিয়ার রেষ্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকে।
এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে তার আশপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা তাকে টেনে ধরে। এক পর্যায়ে তার বাম হাতটি কুনুই থেকে ছিড়ে নিয়ে চলে যায় বাঘ। পরে আশপাশের লোকজন আহত অংকনকে হাসপাতালে নিয়ে যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ডিম খান, ডায়বেটিসের ঝুঁকি কমান

ডিম খান, ডায়বেটিসের ঝুঁকি কমান
ডিম খেতে যারা ভালোবাসেন তাদের জন্য সুখবর, টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে এই খাবার।

তেলেভাজা খাবারকে কী করে স্বাস্থ্যকর করবেন জেনে নিন

তেলেভাজা খাবারকে কী করে স্বাস্থ্যকর করবেন জেনে নিন
ডুবো তেলে ভাজা খাবার এবং অতিরিক্ত তেলেভাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তা আমরা সকলেই জানি। কিন্তু তেলেভাজা খাবারের স্বাদই থাকে আলাদা। বিশেষ করে বিকেলে চায়ের সাথে এবং আড্ডায় একটু ভাজা খাবার না হলে একেবারেই চলে না।