ফেসবুক ব্যবহার করলে অনেক সময়েই আমাদের খিঁচড়ে থাকা মেজাজ ভালো হয়ে যায়। কিন্তু কীভাবে? একটি গবেষণায় দেখা যাচ্ছে, আমাদের চাইতেও খারাপ পরিস্থিতিতে কোনো বন্ধু আছে- এটা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়!

এসব প্রোফাইল একই রকম ছিলো। এগুলোর মাঝে পার্থক্য ছিলো এতটুকুই যে প্রোফাইলে বলা হয় সে মানুষটি সফল/ব্যর্থ অথবা সুন্দর/অসুন্দর। এসব কলেজ শিক্ষার্থীদের বেশিরভাগই এমন প্রোফাইলে সময় কাটান যেখানে বলা হয় মানুষটি সুন্দর। কিন্তু যাদের মেজাজ খারাপ ছিলো, তারা সে প্রোফাইলে সময় বেশি কাটান যে মানুষটি ব্যর্থ এবং অসুন্দর। মোটের ওপর দেখা যায়, নিজের চাইতে খারাপ অবস্থানে থাকা মানুষের প্রোফাইলে সময় কাটিয়ে তারা নিজের মেজাজ ভালো করার চেষ্টা করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন